টিনটিন  সিরিজের আরেকটি এডভেঞ্চারপূর্ণ কমিক।  হটাৎ করেই পৃথিবী উত্তপ্ত হতে শুরু  করেছে। বিজ্ঞানিরা কোন কারণ খুঁজে পাচ্ছেন না।  একদিন টিনটিন যায় মহাকাশ  পর্যবেক্ষণ কেন্দ্রে।  সেখানে সে আর একজন প্রফেসর পায় গরমের কারণ।  একটা  উল্কা!  কিন্তু এই উল্কায় আছে এক অচেনা পদার্থ।  সেটা উদ্ধারে সবার আগে  তাদের যেতেই হবে।  শুরু হল হ্যাডক, টিনটিন ও প্রফেসরের সমুদ্র যাত্রা।
Download From মিডিয়া ফায়ার
